ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর পণ্য থেকে শিশুদের ক্ষতির তথ্য গোপন করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা– এমনই অভিযোগ করেছেন কোম্পানিটির ভেতরের তথ্য ফাঁসকারী কর্মী বা হুইসেলব্লোয়াররা। মেটার ছয়জন হুইসেলব্লোয়ার গুরুতর এক অভিযোগ নিয়ে সামনে এসেছেন। তারা বলেছেন, শিশুদের ক্ষতির তথ্য গোপন করেছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক এবং ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট ও গেইম নির্মাতা কোম্পানিটি। তাদের অভিযোগ, মেটার নিজস্ব গবেষণায় উঠে এসেছিল, তাদের ভিআর ডিভাইস ও অ্যাপের মাধ্যমে গ্রুমিং, যৌন হয়রানি ও সহিংসতার মতো ঝুঁকির মুখে পড়তে হচ্ছে শিশুদের। তবে গবেষণার এসব ফলাফল কোম্পানিটি মুছে ফেলেছে বা পরিবর্তন করে উপস্থাপন করেছে, যাতে সত্যি প্রকাশ না পায়। এক বিবৃতিতে কোম্পানির ভিআর গবেষণায় কাজ করা একজন হুইসেলব্লোয়ার বলেছেন, “মেটা জানত, অপ্রাপ্তবয়স্ক শিশুরা তাদের পণ্য বেশি ব্যবহার করছে। এরপরও তারা ভাবল, ‘আরে,...