১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে কাতারে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউস দাবি করেছে, দোহাকে আগেই এই হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তবে কাতার এই দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার পরিকল্পনার কথা আগে থেকেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন। এর পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিফ উইটকফের মাধ্যমে কাতার সরকারকে আসন্ন হামলার ব্যাপারে সতর্ক করেছিলেন। লিভিট জানান, শুধু দূতের মাধ্যমে নয়, কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও সরাসরি সতর্কবার্তা পাঠানো হয়েছিল। এমনকি হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প কাতারি নেতাদের সঙ্গে...