নিজস্ব প্রতিবেদক: নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পদত্যাগপত্র দিয়ে হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়লেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দুই দিনের টানা বিক্ষোভ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। সেনাবাহিনী বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং রাজধানী কাঠমান্ডুসহ গুরুত্বপূর্ণ এলাকায় জারি করা হয়েছে কারফিউ। নেপালের সরকারি সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে অলি সেনাপ্রধান জেনারেল সিগদেলের সঙ্গে ফোনে কথা বলেন। সেনাপ্রধান জানান, অলি স্বেচ্ছায় পদত্যাগ করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। এরপরই সংবিধানের ৭৭(১)(ক) অনুচ্ছেদ অনুসারে তিনি পদত্যাগপত্র জমা দেন। পত্রে অলি লেখেন,"বর্তমানে বিরাজমান রাজনৈতিক সংকটের সমাধানে সংবিধানসম্মত পথেই পদত্যাগ করছি।" পদত্যাগের কিছুক্ষণ পরেই তিনি হেলিকপ্টারে করে অজ্ঞাত স্থানে রওনা হন। ২৪ ঘণ্টা পার হলেও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি আন্তর্জাতিক সূত্র দাবি করছে, তিনি...