২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে আন্দোলনরতদের উদ্দেশ্যে ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বলে আহ্বান জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ। সে সময় কেউ কাউকে ছেড়ে যাননি।তাই ফ্যাসিস্টের বিরুদ্ধে দুনিয়া কাঁপানো জয় হাসিল করেছিল ছাত্র-জনতা। আবিদও উঠে আসেন আলোচনায়। সেই আবিদ পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী হিসেবে দাঁড়ান। নিজ ইশতেহারে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবেন উল্লেখ করেন। ডাকসুতে জয়ী হতে পারেননি আবিদ। তবে ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজের অঙ্গীকার রক্ষার কথা জানান আবিদ। এখানেই তার যাত্রা শেষ নয় বলেও ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো কোনোদিন ভাবিনি। নির্বাচনের...