কনটেন্টপ্রেমীদের জন্য সেপ্টেম্বর মাস হয়ে উঠছে ‘সেপ্টেমব্লাস্ট’। চার সপ্তাহের প্রতিটি সপ্তাহে একটি করে নতুন কনটেন্ট আনছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এর শুরু হয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘ইনসাফ’ মুক্তির মাধ্যমে।দ্বিতীয় সপ্তাহে আসছে নতুন কনটেন্ট ‘খুব কাছেরই কেউ’— যা চরকির প্রথম ফ্ল্যাশ ফিকশন। এটি আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি ফ্ল্যাশ ফিকশন সম্পর্কে বলেন, ‘এ ধরনের কনটেন্ট জীবনের ছোট ছোট মুহূর্তকে সিনেম্যাটিক আঙ্গিকে তুলে ধরে। ব্যাপ্তিতে ছোট হলেও দর্শকের মনে এর প্রভাব গভীর হবে।’আলফা-আই-এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, ‘সব ধরনের কনটেন্ট নির্মাণের পরিকল্পনাই আমাদের আছে। দর্শক চাইলে এ ধরনের আরও কনটেন্ট আসবে ভবিষ্যতে।’গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও লেখক রাবা খান। পরিচালনা করেছেন সুরকার-গীতিকার ও...