পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত দেশটির আকাশসীমায় অন্তত ১৯টি ড্রোন অনুপ্রবেশ করেছে। এ ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে টাস্ক বলেন, এই অনুপ্রবেশ ঠেকাতে পোল্যান্ডের সেনাবাহিনী ও ন্যাটোর যুদ্ধবিমান তৎপরতা চালায়। তাদের সম্মিলিত অভিযানে সম্ভবত চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি আরও জানান, সর্বশেষ ড্রোনটি ভোর ৬টা ৪৫ মিনিটে ভূপাতিত করা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, অধিকাংশ ড্রোন প্রতিবেশী বেলারুশের দিক থেকে প্রবেশ করেছে। এর মাধ্যমে পোল্যান্ডের সীমান্ত নিরাপত্তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হয়েছে। টাস্কের মতে, বারবার এমন অনুপ্রবেশ শুধু পোল্যান্ড নয়, গোটা ন্যাটো জোটের জন্যই হুমকি হয়ে উঠছে। তিনি বলেন, আমরা একা নই- ন্যাটোর মিত্ররা আমাদের পাশে আছে ও এ ধরনের আক্রমণ প্রতিহত করার ক্ষমতা...