গতকাল (৯ সেপ্টেম্বর) শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। যদিও ফলাফল ঘোষণা করতে করতে সেটি বুধবারে গড়িয়েছে। নির্বাচনি ফলাফলে বিভিন্ন হল ও কেন্দ্রীয় সংসদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা প্রায় সবকটি পদে নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের পরদিন বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের আনাগোনা একদম কম। নীরব ক্যাম্পাস। তবে টিএসসি ও মধুর ক্যান্টিন এলাকায় কিছু শিক্ষার্থী ও সাংবাদিকদের দেখা গেছে। মূলত আজ সব প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রশাসন। এটিকে ক্যাম্পাস নীরব থাকার একটি কারণ বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, গতকাল ডাকসু নির্বাচন শেষ হওয়ায় আজ ক্যাম্পাসমুখর থাকার ধারণা ছিল শিক্ষার্থীদের। তবে এখন পর্যন্ত তেমন কিছুই দেখা যাচ্ছে না। ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকেও...