নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস-সহ বিভিন্ন পদে বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৮টি হলের ভোট গণনা শেষে ছাত্রদলের ভিপি প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তুলেছেন। ভিপি পদে ফলাফল:ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম ১৪,৮১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৯৯৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮ হাজারেরও বেশি। জিএস পদে ফলাফল:জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ১০,৮৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ছাত্রদলের প্রার্থী তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৫৪ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় ৫ হাজার। এজিএস পদে ফলাফল:এজিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী মহিউদ্দিন খান ৯,৫০১ ভোট পেয়ে নির্বাচিত...