অনেকদিন ধরেই শোবিজ থেকে আড়ালে রয়েছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তবে মাস কয়েক আগে পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় থানায় জিডি হলে প্রকাশ্যে আসেন পপি।সেসময় জানা যায়, সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) এই অভিনেত্রীর জন্মদিন। এ প্রসঙ্গে পপি বলেন, যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনও শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পপি বলেন, পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া...