নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজয়ের পর এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের দুঃখ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ তানভীর বারী হামিম। বুধবার (১০ সেপ্টেম্বর) এক পোস্টে তিনি তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের এই অভিজ্ঞতা নিয়ে আলোকপাত করেন। হামিম নিজেকে একজন খুব সাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, জনাব তারেক রহমান এবং ছাত্রদল নেতৃত্ব তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস প্রার্থী করে সম্মানিত করেছিলেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যেভাবে প্রকাশ্য গ্রহণ করেছিলেন, তাতে তার ওপর আশার সঞ্চার হয়েছিল। তবে ফলাফলে তা সঠিকভাবে প্রতিফলিত না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। পোস্টে তিনি জনাব তারেক রহমান ও তার সমর্থক শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন। হামিম এটিকে তার রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় হিসেবে উল্লেখ করেছেন, যদিও ব্যক্তিগত জীবনে তিনি...