ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মনোনয়নে তিনি ডাকসু নির্বাচনে বিজয়ী হন। জুলাই মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় ‘সালমান’ ছদ্মনামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাদিক কায়েম। ওই আন্দোলনের সময় তার ভূমিকা প্রথমে অজানা থাকলেও ৫ আগস্টের পর থেকে তার ভূমিকা ও তৎপরতা প্রকাশ পেতে শুরু করে। গণঅভ্যুত্থানের প্রায় ছয় মাস পর সাংবাদিক জুলকারনাইন সায়ের খান একটি ফেসবুক পোস্টে সাদিকের ভূমিকার কথা লিখে তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আনেন। ডাকসু নির্বাচনে জয়ের পর থেকে সাদিক কায়েমকে নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। খাগড়াছড়ি শহরের বাজার এলাকার বাসিন্দা সাদিক কায়েম। বাবা একজন ব্যবসায়ী। দুই ভাই ও তিন...