ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও বিজিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যারা জয়ী হয়েছেন, তারা যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন সে প্রত্যাশার কথা জানিয়েছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্লাটফর্মটি। বুধবার (১০ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের পাঠানো এক বিবৃতিতে এই প্রত্যাশার কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, গতকাল ৯ সেপ্টেম্বর প্রায় ছয় বছর পর জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানোত্তর বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিজয়ী হয়েছেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। ‘জুলাই অভ্যুত্থান-পূর্ব বিগত ফ্যাসিবাদী শাসনামলে...