সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষাটি কেবল ঢাকা কেন্দ্রে নেওয়া হবে। তবে, কোন কেন্দ্রে কার আসন, সে–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে। পাশাপাশি তা জাতীয় দৈনিক পত্রিকাতেও জানানো হবে। জানা গেছে, সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখেরও বেশি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবার মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। সেই হিসাবে ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায়...