একুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রেফারির পেনাল্টির সিদ্ধান্ত মানতে পারছেন না আর্জেন্টিনার খেলোয়াড়রা। হারের পর সিদ্ধান্তটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ও ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। কিটোয় বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে ১-০ গোলে হারে বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই পেনাল্টি থেকেই গোলটি করেন একুয়েডরের রেকর্ড স্কোরার এনের ভালেন্সিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটের ঘটনা এটি। ডি-বক্সে লাফিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার প্রেসাইদোর মুখে কনু্ই দিয়ে আঘাত করেন আর্জেন্টিনার তাগলিয়াফিকো। দুজনের মাথায়ও সংঘর্ষ হয় এবং মাটিতে অনেকক্ষণ পড়ে ছিলেন প্রেসাইদো। মাঠে প্রেসাইদোর যখন চিকিৎসা চলছিল, ভিএআর মনিটরে পর্যালোচনার জন্য ডাকা হয় রেফারি রোলদানকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে রিপ্লে দেখার পর পেনাল্টির বাঁশি বাজান তিনি। তখন মাঠেই প্রতিবাদ জানাতে থাকেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। পরে ম্যাচ শেষে ক্ষুব্ধ...