দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে আজ বুধবার (১০ সেপ্টেম্বর)। এদিন ডিএসইর সব ধরনের সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৫ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৭৮ দশমিক ৮৪ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে এদিন। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে পাঁচ হাজার ১০৪ কোটি টাকা। ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে চলে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ৬৫ দশমিক ১০ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৭৩ দশমিক ১৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৮ দশমিক ২২...