সমুদ্রপৃষ্ঠ থেকে অত্যধিক উচ্চতায় অবস্থিত বলিভিয়ার মাঠগুলোয় খেলতে নামলে প্রায় সব সফরকারী দলকেই ভুগতে দেখা যায়। সবশেষ ম্যাচেও যেমন একই অভিজ্ঞতা হলো ব্রাজিল দলের। পুরোটা সময় দ্বিতীয় সেরা দল হয়ে থেকে শেষ পর্যন্ত হেরে গেল তারা। দলটির কোচ কার্লো আনচেলত্তি অবশ্য ফল নিয়ে না ভেবে, প্রতিকূল পরিস্থিতিতে খেলোয়াড়দের লড়াকু মানসিকতা ও প্রচেষ্টার প্রশংসা করলেন। ২০২৬ বিশ্বকাপের টিকেট আগেই নিশ্চিত হওয়ায়, ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল নিজেদের আরও গুছিয়ে নেওয়ার, জয়ের ধারা ধরে রাখার। যদিও সেই প্রচেষ্টা সফল হয়নি তাদের। সমুদ্রপৃষ্ট থেকে চার হাজার ১০০ মিটার উচ্চতায় অবস্থিত এল আলতোর মিউনিসিপাল স্টেডিয়ামে তাদের খেলায় ছিল না কোনো ধার, বিশেষ করে আক্রমণে। বল দখলে অনেকটা এগিয়ে থেকেও আক্রমণভাগে ভুগে ১-০ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বাছাইয়ে যা তাদের ষষ্ঠ পরাজয়। ১৮...