কিন্তু এখন সবচেয়ে বেশি আগ্রহ আবিদুর চৌধুরী নামের অ্যাপলের শিল্প ডিজাইনারকে নিয়ে। জানা যায়, তিনি ৬ বছর ধরে অ্যাপলের সঙ্গে কাজ করছেন। প্রযুক্তি সাইট গ্যাজেট ৩৬০ এর রিপোর্ট থেকে জানা যায়, এই বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত তরুণের জন্ম এবং বেড়ে ওঠা লন্ডনে এবং বর্তমানে তিনি সান ফ্রান্সিসকোতে একজন ডিজাইনার হিসেবে থাকেন। লিংকডইনে তার জীবনীতে লেখা আছে ‘মানুষ যে উদ্ভাবনী পণ্য ছাড়া থাকতে পারে না তা তৈরি করার চেয়ে আমাকে আর কিছুই বেশি উত্তেজিত করে না।’ যা আসলেই অ্যাপলের সঙ্গে পুরোপুরি যায়। অ্যাপলের ঊর্ধ্বতন নির্বাহীদের মতো, ওয়েবসাইটে তার কোনো নির্দিষ্ট পৃষ্ঠা নেই। তাই তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। কন্টাক্ট ডিসকভারি প্ল্যাটফর্ম রকেটরিচ অনুসারে, আবিদুর চৌধুরী ২০১৭ সালে যুক্তরাজ্যের লফবোরো বিশ্ববিদ্যালয় থেকে প্রোডাক্ট ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় তিনি বেশ কয়েকটি...