অভিনয়ে নেই অনেক বছর। ছিলেন না কোনো খবরেও। ভাসা ভাসা শোনা যেত বিয়ে করে সংসারী হয়েছেন। তবে ছিল না কোনো তথ্য প্রমাণ। অবশেষে মাস কয়েক আগে পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় থানায় জিডি হলে প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা পপি। সেসময় জানা যায়, বিয়ে করেছেন তিনি। আছে সন্তান। সংসার ও সন্তান নিয়ে সুখে আছেন একসময়ের কোটি পুরুষের হৃদয় কাঁপানো নায়িকা। আজ পপির জন্মদিন। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন এই তারকা। কেমন কাটছে দিনটা? জন্মদিন উপলক্ষে পপি জানান, ‘সিনেমায় নিয়মিত কাজ করার সময় আমার জন্মদিন ছিল উৎসবের মতো। তখন দিনের পর দিন মানুষ আসত, ভক্তরা ফোন দিত, কেউ কেউ বাসায় কেক ও ফুল পাঠাত। কখনো শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। আমার ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত। এখন আর সেসব নেই।...