আমাদের দেশে উৎসব বা বিশেষ অনুষ্ঠানে মেহেদি ব্যবহারের প্রচলন রয়েছে। নারীদের পাশাপাশি কিছু সৌখিন পুরুষও বিয়ে, ঈদ উপলক্ষে মেহেদি ব্যবহার করে থাকেন। ইসলামে নারীদের জন্য হাতে বা পায়ে মেহেদি লাগানো জায়েজ ও উত্তম হলেও পুরুষের জন্য হাতে বা পায়ে সাজসজ্জার জন্য মেহেদি লাগানো নাজায়েজ। কারণ হাতে-পায়ে মেহেদি লাগানো নারীদের সাজসজ্জা হিসেবে গণ্য হয়। পুরুষের জন্য নারীদের পোশাক বা সাজসজ্জা গ্রহণ করা জায়েজ নয়। নবিজি (সা.) মুসলিম পুরুষদের নারীর সাজ গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) নারীর বেশধারী পুরুষের ওপর এবং পুরুষের বেশধারী নারীর ওপর লানত করেছেন। (সহিহ বুখারি) তবে সাজসজ্জার উদ্দেশ্য ছাড়া কোনো অসুস্থতার চিকিৎসার জন্য প্রয়োজন হলে পুরুষরা হাতে-পায়ে মেহেদি লাগাতে পারেন। সালমা (রা.) থেকে বর্ণিত রয়েছে নবিজি (সা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)...