কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) দুই দিনের বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্তের পর সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়। বুধবার এক সরকারি বিজ্ঞপ্তিতে টিআইএ সিভিল এভিয়েশন অফিস জানায়, ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সব ফ্লাইট এখন স্বাভাবিকভাবে চলবে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে টিকিট ও লাগেজ সংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন সহিংস রূপ নিলে কাঠমান্ডু উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। গথাটারসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিমানবন্দর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছিল। আরও পড়ুনআরও পড়ুননেপালে সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ...