বিদ্যমান এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন দুর্বৃত্তায়ন, প্রভাববলয় ও অর্থশক্তির কারণে সাধারণ মানুষের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় অসম্ভব বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ কারণেই পিআর পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছে তার দল। যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে যদি পিআর পদ্ধতি না থাকে, তাহলে তা অর্থহীন হয়ে পড়বে। বরং এটি রাষ্ট্রের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু যদি উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হয়, তাহলে প্রকৃত ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং প্রায় সব রাজনৈতিক দলের মুখ্য নেতৃত্ব অংশগ্রহণের সুযোগ পাবে। বর্তমানে ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট নিয়েই কোনো দল সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, এমনকি সংবিধান সংশোধন করে ফেলে। অথচ ৬০ থেকে ৬৫ শতাংশ মানুষের ভোটের প্রতিফলন ঘটে না। এটি গণতন্ত্রের নামে চরম প্রহসন। তাই আমরা...