বান্দরবান পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৯টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। এতে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক দুর্বলতা ও পাঠদানে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকেরও ৪২টি পদ শূন্য রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষকের শূন্য পদে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে একসঙ্গে প্রশাসনিক কাজ ও পাঠদান সামলাতে গিয়ে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলায় সংকট আরও তীব্র। সরেজমিনে দেখা গেছে—স্কুলে দপ্তরি নেই, ফলে প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষকরাই দপ্তরির দায়িত্ব পালন করছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে ঘণ্টা বাজানো পর্যন্ত সব কাজ করতে হচ্ছে শিক্ষকদের। এলাকাবাসীর অভিযোগ, অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতি না হওয়ায় নবীন শিক্ষকরাই প্রধানের দায়িত্বে আছেন। ২০২২-২৩...