নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গত কয়েক কর্মদিবস সূচক পতনের মধ্যেই লেনদেনের শক্তিশালী প্রবাহ বিনিয়োগকারীদের জন্য নতুন বার্তা দিচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, সূচক ওঠানামা বাজারের স্বাভাবিক নিয়ম হলেও ধারাবাহিক লেনদেন প্রমাণ করছে যে বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না। বরং অনেকে এই পতনকে নতুন করে বিনিয়োগের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করছেন। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ২২ পয়েন্ট। এদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা, যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সোমবার সূচক কমে যায় ৯ পয়েন্ট, মঙ্গলবার বড় ধাক্কায় পড়ে ৮৯ পয়েন্ট এবং আজ বুধবার (১০ সেপ্টেম্বর) আরও ৬৫ পয়েন্ট কমে যায়। ফলে টানা তিন দিনে সূচক কমেছে ১৭৩ পয়েন্ট। সূচক কমলেও লেনদেনের ধারা উল্লেখযোগ্যভাবে...