গ্রেফতারকৃত সিএনজি চালক মো. নাছির উদ্দিন কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়ার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, ধরখার পুলিশ ফাঁড়ীর এস.আই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ধরখার পুলিশ ফাঁড়ী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে রাত ০৯:১০ মিনিটের দিকে ধরখার ইউনিয়নের চান্দপুর বাজারের শেষ প্রান্তে উঁচা ব্রিজ সংলগ্ন ইউছুফ মিয়ার বেকারির সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা এবং বহনকারী (নাম্বার বিহীন) একটি সিএনজিসহ চালক মো. নাছির উদ্দিন(৪২) কে হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে জব্দকৃত সিএনজিও গাঁজাসহ মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়।নিউজজি/নাসি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, ধরখার পুলিশ ফাঁড়ীর...