মেরুদণ্ড সোজা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) স্বচ্ছ কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ জন্য উপাচার্যকে তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন। আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সারজিস এসব কথা বলেন। এরআগে সকালে ডাকসুর ভোটের ফল ঘোষণা করা হয়। এতে শীর্ষ তিন পদসহ বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। সারজিস লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার,আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে। তিনি লিখেছেন, অনুগ্রহ...