ভারতের ক্রিকেটার পৃথ্বী শ’ সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের দায়ের করা মামলায় আদালতের নির্দেশ মতো জবাব না দেওয়ায় জরিমানার মুখে পড়েছেন। মঙ্গলবার মুম্বাইয়ের দিন্দোশি সেশন কোর্ট তাকে ১০০ রুপি টোকেন জরিমানা দিয়ে নতুন করে জবাব জমা দেওয়ার আরেকটি সুযোগ দিয়েছে। স্বপ্না গিল গত এপ্রিল মাসে দিন্দোশি আদালতে একটি ফৌজদারি পুনর্বিবেচনা আবেদন করেন। এর আগে ম্যাজিস্ট্রেট আদালত পৃথ্বীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু পৃথ্বী শ’ আদালতের নোটিশ পাওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো জবাব দেননি। গিলের আইনজীবী আলি কাশিফ খান অভিযোগ করেন, ‘আদালতের প্রক্রিয়া এড়ানোই পৃথ্বী শ’র অভ্যাসে পরিণত হয়েছে। বহুবার সমন দেওয়া হলেও তিনি হাজির হননি। ’ ২০২৩ সালে মুম্বাইয়ে এক প্রকাশ্য স্থানে পৃথ্বী শ’ ও সপনা গিলের মধ্যে ঝগড়া হয়। গিল অভিযোগ করেন,...