নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের মধ্যে দিয়ে দেশটিতে গত ১৭ বছরে ১৪ বার সরকারের পতন ঘটল। শিক্ষার্থী-জনতার ভয়াবহ বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন কে পি শর্মা।ভারতীয় সংবাদমাধ্যমএনডিটিভিএ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সাল থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে নেপালে। ওই বছর থেকে এ পর্যন্ত ১৭ বছরে যে ১৪টি সরকার ক্ষমতায় এসেছে এবং কোনো সরকারই ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি।১৯৫১ সালের আগ পর্যন্ত নেপালে সম্পূর্ণ রাজতন্ত্র প্রচলিত ছিল। নেপালের তৎকালীন রাজাদের বলা হতো রানা। তার সহায়ক হিসেবে অবশ্য প্রধানমন্ত্রীও থাকতেন। তবে কে প্রধানমন্ত্রী হবে, তা উত্তরাধিকারের ভিত্তিতে নির্ধারণ করা হতো। তারপর ১৯৫১ সালে এক গণতন্ত্রপন্থি আন্দোলনে পতন ঘটে রানাদের। ক্ষমতায় আসেন রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ দেব এবং নেপাল পার্লামেন্টারি রাজনীতিতে প্রবেশ করে।কিন্তু ১৯৬১...