বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজুর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ দুইজনের জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে মহাদেবপুর আমলী আদালতে জামিন চেয়ে আসামিরা আবেদন করলে বিচারক মো. তারেক আজিজ তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক হাদিউল ইসলাম। কারাগারে যাওয়া কনক মামলার এক নম্বর এবং মোকাব্বের হোসেন আট নম্বর আসামি। তারা দলিল লেখক। হাদিউল ইসলাম বলেন, ২৭ অগাস্ট বিকালে সাংবাদিক সাজু মহাদেবপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরে এ ঘটনায় সাজু বাদী হয়ে মহাদেবপুর থানায় ১০ জনের নামে মামলা করেন। সকালে আসামিদের মধ্যে কনক...