হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক ডজনের বেশি মামলার আসামি এক ডাকাতকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার মিরপুর ইউনিয়নের নোযাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান। ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে নিহত ৪০ বছর বয়সী জামাল মিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা বলছে, বুধবার ভোরে ১০-১৫ জন জামালের প্রবেশ করে। পরে তাকে বাড়ির পাশের একাটি ধানি জমির পাশে নিয়ে গলা কেটে হত্যা করে। তবে কে বা কারা কেন তাকে হত্যা...