‘ও হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিল কেন!’ কিংবা ‘একবার যদি বলতো সে এতো কষ্টে আছে’— পরিচিত কারও আত্মহত্যার খবরে প্রায়ই এমন কথা শোনা যায়। অনেক সময় মনে হয়, বিষয়টি যেন হঠাৎ ঘটে গেছে। কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই আত্মহত্যার আগে মানুষ কিছু না কিছু সংকেত দিয়ে যায়। কষ্টে থাকা মানুষটি হয়তো সরাসরি কিছু বলতে পারে না, তবে আশপাশের মানুষ খেয়াল করলে অনেক ট্র্যাজেডি প্রতিরোধ করা সম্ভব।বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ২০১৭-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেন। দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ সংখ্যা ১০ থেকে ১৪ হাজার পর্যন্ত।অন্যদিকে আঁচল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, কেবল ২০২৪ সালেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আজ ১০ সেপ্টেম্বর— বিশ্ব...