এশিয়া কাপ ২০২৫ শুরু হতেই বিতর্ক। মহাদেশীয় এই আসরে প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে খোলামেলা বিশ্লেষণে তিনি বলেন, এ টুর্নামেন্টে ভারতের আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এমনকি সরাসরি মন্তব্য করেন— ‘বাংলাদেশ নিয়ে তো বলার মতো কিছুই নেই।’অশ্বিন মনে করেন, বর্তমান ফরম্যাটে এশিয়া কাপ প্রতিযোগিতাহীন হয়ে পড়েছে। তার মতে, ‘দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করা যায়। আফ্রো-এশিয়া কাপ করলে অন্তত প্রতিদ্বন্দ্বিতা হবে। না হলে ভারতের ‘এ’ দল খেলালেও বেশি প্রতিযোগিতা পাওয়া যাবে বাংলাদেশকে খেলানোর থেকে।’ভারত সম্প্রতি শেষ ২০টি টি-টোয়েন্টির মধ্যে ১৭টিতে জয় পেয়েছে। ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই তারা দুর্দান্ত ছন্দে আছে। এ কারণেই অশ্বিন মনে করেন, এশিয়া কাপ জয় ভারতের কাছে কেবল আনুষ্ঠানিকতা মাত্র।তিনি যোগ করেন, ‘আফগানিস্তানের বোলারদের কথা সবাই বলে। কিন্তু ভারত...