বলিউডের অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে প্রিয় গায়ক ‘কে কে’র গান নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন। উপস্থাপক জানতে চেয়েছিলেন, কে কে’র কোন গানটি তার সবচেয়ে প্রিয়।ইমরান সহজভাবে উত্তর দেন, ‘সবই।’যখন আরও স্পেসিফিক করে জানতে চাওয়া হয়, তিনি বলেন, ‘এটা এমন হয়ে গেছে যে আমার গানগুলোর মধ্যে আমাকে একটি বেছে নিতে হবে; কিন্তু এমনটা করার কোনো সুযোগ নেই। কে কে’র প্রতিটি গান আমার হৃদয় ছুঁয়ে আছে। একটিও ফেলে দেওয়া সম্ভব নয়। আমি একটি গান বেছে নিতে পারব না, সব গানই রাখতে হবে।’কে কে ভারতের সংগীত জগতে এক উজ্জ্বল নাম। ১৯৯০-এর দশকে বলিউডে প্রবেশ করা এই গায়ক তার মধুর কণ্ঠ এবং আবেগময় সুরের জন্য পরিচিত। তার হিট গানগুলোর মধ্যে রয়েছে ‘তাড়াপ তাড়াপ’, ‘পাল’, ‘ইয়ারো’, ‘আঁখো মেইন তেরি’ এবং ‘খুদা...