কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, বরং মধ্যপ্রাচ্যের জন্য এক ‘গুরুত্বপূর্ণ মোড় ও সতর্কবার্তা’ বলে মনে করছেন বিশ্লেষকরা।তাদের মতে, ইসরায়েলের এমন বর্বরোচিত পদক্ষেপ প্রমাণ করছে, দেশটির কাছে কোনো ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা মেনে চলার কোনো বাধ্যবাধকতা আর নেই। ইসরায়েল নিজেকে এমন এক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে, যে চাইলেই যে কোনো জায়গায় আঘাত হানতে পারে।কাতারভিত্তিক সংবাদমাধ্যমআল জাজিরারপ্রতিবেদনে এ খবর জানানো হয়।এক বিশ্লেষক বলেন, কেউ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। যখন মার্কিনিদের কাছে অভিযোগ জানানো হয় যে ইসরায়েলসীমা অতিক্রম করছে, তখন ওয়াশিংটন শুধু আশ্বাস দেয়, এমনটি আর হবে না। কিন্তু বাস্তবে বারবার ঘটছে।আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও আল জাজিরার প্রতিবেদক আলি হাসেম উল্লেখ করেন, সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন সরকার ইসরায়েলের জন্য হুমকি ছিল না। তবুও ইসরায়েল...