রাত পোহালেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচন। এবার নবম বারের মত ভোট হচ্ছে। এর সঙ্গে ১০টি মেয়েদের হল এবং ১১টি ছেলেদের হল সংসদের জন্যও ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ: ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সকাল ৯টা থেকে বিকাল ৫টা একজন ভোটার ভোট দেবেন ৪০টি করে; কেন্দ্রীয় সংসদে ২৫টি, হল সংসদে ১৫টি পদে। সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী): সাতজন সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ): সাতজন সবগুলো আবাসিক হলে কেন্দ্রীয় ও হল সংসদের ভোটগ্রহণ করা হবে। জাকসু: শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন ক্যাম্পাস বিনির্মাণ করতে চান জিতু শিক্ষার্থীদের দাবি নিয়ে লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ সোহাগী সামিয়া জাকসু নির্বাচন: অমর্ত্যর প্রার্থিতা আটকে দিল চেম্বার আদালত জাকসু নির্বাচন: অমর্ত্যর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী অমর্ত্যর প্রার্থিতা ফেরাতে আইনি নোটিস জাকসু নির্বাচন: অমর্ত্যর...