এশিয়া কাপের অন্যতম ফেবারিট ভারত। শুধু এশিয়া কাপই নয়, যে কোনো টুর্নামেন্টেই ভারত ফেবারিট। এবারের যে প্রেক্ষাপটে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে, তাতে ভারতীয় দলের সামনে দাঁড়ানোর মত কোনো দল আপাতত নেই। তবুও, ক্রিকেট যেহেতু গৌরবময় অনিশ্চয়তার খেলা, টি-টোয়েন্টি আরও বেশি, সুতরাং যে কোনো কিছু ঘটতে পারে। সেই ভারত আজ মাঠে নামছে প্রথম। প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময়) মাঠে নামছে এই দুই দল। ভারত বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন। এই দলটির বিপক্ষে অঘটন ঘটানোর স্বপ্ন আরব আমিরাতের। দলটির ভরসার নাম লালচাঁদ রাজপুত। ভারতেরই সাবেক কোচ, যিনি ২০০৭ সালে ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন। এবার তার কৌশলেই ভারতকে হারানোর স্বপ্ন দেখছে আমিরাতের ক্রিকেটাররা। ভারত প্রায় একমাসের বেশি বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। টুর্নামেন্টটি অনেকের চোখে...