পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটা পৌরসভা প্রতিষ্ঠার পনেরো বছর পার হলেও এখনো গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। এর ফলে পরিবেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। সরেজমিনে দেখা যায়, পৌরসভার বাসাবাড়ি, হোটেল-রিসোর্ট, সরকারি হাসপাতাল ও ক্লিনিকসহ বিভিন্ন উৎস থেকে প্রতিদিন আশি থেকে নব্বই টন বর্জ্য পিকআপে করে পৌরসভার প্রবেশমুখের খোলা জায়গায় ফেলা হচ্ছে। সেখানে গরু-ছাগল, হাঁস-মুরগি এমনকি কুকুর-শুকরের মৃতদেহও মিশে থাকে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পথচারী ও যানবাহনের চালকরা নাক চেপে যাতায়াত করছেন। ওই এলাকায় দাঁড়ানো তো দূরের কথা, এক মিনিট অবস্থান করাও কষ্টকর হয়ে পড়েছে। সাগরপাড়ের এই শহরের প্রবেশমুখেই গড়ে উঠেছে বড়সড় ময়লার ভাগাড়। খোলা জায়গায় আবর্জনা ফেলার কারণে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদেরও পড়তে হচ্ছে তীব্র দুর্গন্ধের মুখে। স্থানীয়দের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন দর্শনার্থীরাও। রাজশাহী থেকে আসা পর্যটক দম্পতি আলফান ও...