উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ২০২৫-২০২৬ মেয়াদের জন্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল ফিউচার কাউন্সিল অন রিইম্যাজিনিং এইড-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডব্লিউইএফের গ্লোবাল ফিউচার কাউন্সিল নেটওয়ার্ককে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুবিষয়ক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। এখানে ৩৭টি ভিন্ন ক্ষেত্রে সাত শতাধিক খ্যাতনামা বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। প্রতিটি কাউন্সিল নির্দিষ্ট সময়ের জন্য থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, যেখানে সরকার, ব্যবসা, একাডেমিয়া, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিরা একত্রিত হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতমুখী নীতি ও পরিকল্পনা প্রণয়নে কাজ করেন। ব্র্যাক জানায়, কাউন্সিলের সদস্য হিসেবে আসিফ সালেহ বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবেন। তারা নতুন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করবেন- দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সহায়তা কার্যক্রম কীভাবে আরও কার্যকরভাবে পরিকল্পনা, বাস্তবায়ন...