১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম মানিকগঞ্জের শিবালয়ে থানায় ডেকে নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মিথ্যা মামলা ও অহেতুক হয়রানির প্রতিবাদে পুলিশ সুপার বরাবর অভিযোগ এবং শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী, তাদের পরিবার ও স্থানীয়রা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শিবালয় উপজেলার পাটুরিয়া-নালী সড়কের ধুতরাবাড়ি এলাকায় ভুক্তভোগী, তাদের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এসময় বক্তব্য রাখেন স্থানীয় মাতব্বর মো. আয়ুব তালুকদার, শফিকুল ইসলাম ও ভুক্তভোগী মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক কলহের কারণে রফিকুল ইসলামের বড় ভাইয়ের স্ত্রী সালমা আক্তার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এতে পুলিশ গত...