পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকার থাকার তথ্য পেয়ে সেটি জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার সকালে পূবালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে লকারটি জব্দ করা হয় বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন। সেনা কল্যাণ ভবনে ওই ব্যাংক শাখার ১২৮ নম্বর লকারটি শেখ হাসিনার নামে রয়েছে বলে তথ্য পেয়েছিল সিআইসি। এর ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। লকারে কী আছে জানতে চাইলে সিআইসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওই লকার খুলতে একসঙ্গে দুটি চাবি লাগে। এর একটি ব্যাংকের কাছে থাকলেও অন্যটি আছে শেখ হাসিনার কাছে। "ভেতরে কী আছে জানতে হলে লকার খুলে দেখতে হবে। এখন শেখ হাসিনা তো নাই। চাবি তার কাছে আছে। এখন আইনানুগ উপায়ে কী করা যাবে, সেটা আমরা দেখব।" পূবালী ব্যাংকের একজন...