পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া নদী থেকে বিনা পাসে অবৈধভাবে বনে প্রবেশের অভিযোগে ৩ জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কোবদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন বাটলুয়ার ঠোটা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২৮ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার ১৫০ মিটার দোন দড়ি ও সরঞ্জামাদি জব্দ করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা ইসমাইল হোসেন (৪৫), আছাদুল গাজী ও (৪১) আ. রহমান (৩৭)।কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান জানান, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটলুয়ার ঠোটা এলাকায় টহলরত অবস্থায় দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতিপত্র (পাশ) দেখতে চাইলে তারা কোনো কিছু দেখাতে...