ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাওনা টাকা আদায়ে অভিনব এক কৌশল অবলম্বন করেছেন কাঠুরে মো. ইনতাজ আলী। তিনি দেনাদারদের নাম ও পাওনার পরিমাণ উল্লেখ করে ব্যানার টাঙিয়েছেন এলাকায়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গির চর গ্রামে। স্থানীয়রা জানান, মৃত জুম্মন খানের ছেলে ইনতাজ আলী দীর্ঘদিন কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন। বয়স বাড়ায় এখন আর আগের মতো কাজ করতে পারেন না। গত পাঁচ বছরে স্থানীয় ছয়জনের কাছে তার প্রায় ২৫ হাজার টাকা পাওনা হয়। পাওনা চেয়ে বারবার তাগাদা দিয়েও কোনো সাড়া না পেয়ে ইনতাজ আলী সম্প্রতি থানায় অভিযোগ করেন। কিন্তু তাৎক্ষণিক সমাধান না মেলায় ভিন্ন পন্থা নেন তিনি। কয়েক দিন আগে তিনি ৪ বাই ৫ ইঞ্চি আকারের ডিজিটাল ব্যানারে দেনাদারদের নাম, টাকার অঙ্ক ও...