ভারতীয় সংবাদমাধ্যমএনডিটিভিরপ্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।কেপি শর্মা ওলি সরকার পতনের পর নতুন সরকার না আসা পর্যন্ত নেপালের শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে গতকাল পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং প্রেসিডেন্ট ও সরকারপ্রধান রাম কুমার পৌদেল। তাদের দুজনের পদত্যাগের পর ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।গতকাল মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জাতির উদ্দেশে জেনারেল সিগদেল বলেন, আমরা কঠিন একটি সময় পার করছি এবং কিছু গোষ্ঠী এ পরিস্থিতির সুযোগ নিয়ে লুটপাট, হামলা সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করছে।আমরা আন্দোলনকারীদের অনুরোধ করছি, আপনারা প্রতিবাদ কর্মসূচি থামান এবং দেশে শান্তি স্থাপনের স্বার্থে আলোচনার জন্য এগিয়ে আসুন। আমাদের এখন বর্তমান কঠিন পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে; সেইসঙ্গে রক্ষা করতে হবে আমাদের ঐতিহাসিক এবং জাতীয় ঐতিহ্য, জনগণ এবং তাদের সহায়-সম্পদ...