ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদ (জিএস) পদে লড়াই করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম। শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদের কাছে হেরে গেছেন তিনি। এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৮৯৪ ভোট, তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ভোটার ও সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হামিম। পোস্টে তিনি লিখেছেন, আমি খুব সাধারণ একজন মানুষ। হাসি-খুশি, তবে সংগ্রামী। জনাব তারেক রহমান ও ছাত্রদল নেতারা আমাকে সম্মানিত করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস প্রার্থী করে। তিরি আরও লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন, আমার ওপর আস্থা রেখেছেন সেটিও ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমি দুঃখ প্রকাশ করছি জনাব তারেক রহমান ও ঢাবি শিক্ষার্থীদের কাছে।...