রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে জনরোষ ফেটে পড়েছে। ধারাবাহিক ছিনতাইয়ে অতিষ্ঠ এলাকাবাসী বুধবার ভোরে চার ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিলে দুজন নিহত হন। স্থানীয়রা জানান, ছিনতাইকারীদের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা এ ঘটনার আশ্রয় নেন। বুধবার ভোরে মোহাম্মদপুরের নবীনগর সাঁকোর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– হানিফ ও সুজন। এছাড়া আহত হয়েছেন শরীফ ও জুয়েল। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চার ছিনতাইকারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হানিফ ও সবুজকে মৃত ঘোষণা করেন। আহত শরীফ ও জুয়েল পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। নিহত-আহতরা সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর...