খবর টি পড়েছেন :২৫০শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সালসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, বিগত ১৭ বছর শেরপুরের মানুষের চিকিৎসা একমাত্র সদর হাসপাতালটির কোন উন্নয়ন হয়নি। এখানে চিকিৎসক ও ওষুধ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। অসহায় মানুষ কোন চিকিৎসা পায় না। প্রতিদিন হাসপাতালের এপ্রান্ত থেকে ওপ্রান্তে সাধারণ মানুষ ছোটাছুটি করছে চিকিৎসার জন্য। কিন্তু তারা কোন চিকিৎসা পাচ্ছে না। আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে যদি মনোনয়ন পাই এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি তবে সবার প্রথম এ হাসপাতালের উন্নয়ন করবো। একইসাথে শেরপুরে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করার চেষ্টা করবো।তিনি ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শেরপুর পৌর শহরের খরমপুর মোড়ে ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১...