নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:২৪:২৪ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা করার পর এক শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়-সংবর্ধনা দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবিরকে এ রাজকীয় বিদায় জানানো হয়। বিদায়ী শিক্ষককে ঘোড়ার গাড়িতে তুলে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অতিথিদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিটঘর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদায়ী শিক্ষক হুমায়ুন কবিরকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।শোভা যাত্রার পূর্বে বিদায়ী শিক্ষক হুমায়ুন কবিরকে অত্র বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য...