কওমি মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রাকার সঙ্গে কার বিয়ে হবে এটা কি পূর্বনির্ধারিত, নাকি কর্মের ফল?শিহাবের শিকড় কওমি মাদ্রাসায়। চাঁদপুরের মুমিনপুর মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা, চাঁদপুর আহমদিয়া মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি), এরপর রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন তিনি। এ ছাড়া তাফসির এবং ইসলামী আইন বিষয়েও পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্জন করেছেন দুটি মাস্টার্স ডিগ্রি, পেয়েছেন দুটি ডিনস অ্যাওয়ার্ড আর প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেলও।এই দীর্ঘ যাত্রাকে বেশ চ্যালেঞ্জিং মনে করেন শিহাব। তার ভাষায়, ‘কওমি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি জেনারেল পড়াশোনা চালানো সহজ ছিল না। কিন্তু আমার শিক্ষকদের সহযোগিতা আর সময় ব্যবস্থাপনার অভ্যাস আমাকে সাহায্য করেছে। সত্যি বলতে আমি মনে করি, কওমিয়ান পরিচয়ই আমার জন্য বড় প্লাস পয়েন্ট ছিল।’শিহাবের এই পথচলার সঙ্গী ছিলেন আরও কয়েকজন। সবাই একসঙ্গে...