ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের ‘ব্যক্তিগতভাবে’ অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় ডাকসু নির্বাচন নিয়ে দলীয়ভাবে নয়, নিজের তরফ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “গণমাধ্যমগুলো সকাল থেকে জানতে চাইছে.. ডাকসু নির্বাচন হল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোর নির্বাচন হবে এই নির্বাচনগুলোর ট্রেন্ড কি এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনাদের মন্তব্য কি? ‘‘যারা আজকে জয়ী হয়েছেন তাদের প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই... এটাই গণতন্ত্রের রীতি।” নির্বাচনের কিছু ত্রুটি নিয়ে সালাহউদ্দিনের ভাষ্য, “কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল।” ছয় বছর পর মঙ্গলবার ডাকসু নির্বাচনে ভোট হয়েছে উৎসবের আমেজে, শান্তিপূর্ণভাবে;...