হত্যা, রায় জালিয়াতি মামলার পর প্লট দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানিতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতকে বলেছেন, টাকা না থাকা তো কোনো অপরাধ নয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউককে বলেই অবসরের পর প্লটের বাকি টাকা পরিশোধ করেছেন তিনি। ‘মিথ্যা তথ্য’ দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় মঙ্গলবার খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি নেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া। এ মামলায় গ্রেপ্তার দেখাতে দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত খায়রুল হকের উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। এদিন সাড়ে ১০টার দিকে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়। এসময় সাবেক এই প্রধান বিচারপতির মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিল। আসামির কাঠগড়ায় বসতে তাকে একটি প্লাস্টিকের...