বলিউড অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রাজক্তা কলি গত বছর নেপালের ছেলে বৃষাঙ্ক খনালকে বিয়ে করেছেন। তার শ্বশুরবাড়ির সবাই থাকেন নেপালে। চলতি সপ্তাহের শুরুতেই নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে উদ্বেগে প্রাজক্তা। এমনকি স্বামী বৃষাঙ্কের জন্মদিন উদযাপনের জন্য নেপালে যাওয়ার কথা ছিল তার। তবে সেই সফর আপাতত বাতিল করলেন তিনি। প্রাজক্তা জানান, নেপালে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আনন্দ করার মানসিকতা নেই। সেখানকার মানুষদের জন্য দুশ্চিন্তা হচ্ছে তার। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রী লেখেন, ‘নেপালে যা হচ্ছে, দেখে মর্মাহত আমি। যে সব পরিবারকে এই দুর্ঘটনার সাক্ষী হতে হল, তাদের জন্য চিন্তিত। যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যেতে চাই ও তাদের কথা শুনতে চাই। হয়তো এটা সঠিক সময় নয়। তবু যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাব।’ নেপালের এমন অস্থির পরিস্থিতিতে স্বস্তিতে নেই সেখানকার ভূমিকন্যা অভিনেত্রী...